আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরাইলি হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে খসড়া প্রস্তাব উত্থাপন করেছে আলজেরিয়া, তা ‘ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।
যুক্তরাষ্ট্র এখনও খসড়াটি পর্যালোচনা করছে। তবে প্রকাশ্যে এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে না।
তবে, আমরা মনে করি এটি (খসড়া প্রস্তাব) ভারসাম্যহীন। আর এটি খুবই সাধারণ সত্য তুলে ধরতে ব্যর্থ হয়েছে। আর এই একই কারণে আমরা আগের প্রস্তাবগুলোতেও আপত্তি জানিয়েছি।
এই প্রস্তাবে উল্লেখ নেই হামাস এই সংঘাতের জন্য দায়ী। রাফা যুদ্ধ আগামীকালই শেষ হতে পারে, যদি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার সঠিক কাজটি করেন এবং যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য এই চুক্তিতে সম্মত হন।