atv sangbad

Blog Post

জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এ ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ স্লোগান সামনে রেখে জাপার নির্বাচনী ইশতেহারে রয়েছে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু, ঢাকা থেকে ৫০ শতাংশ সদরদপ্তর স্থানান্তর, নির্বাচন পদ্ধতি সংস্কার, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সরকারি প্রভাবমুক্ত রাখা, বিশেষ ক্ষমতা আইন বাতিল করা প্রভৃতি।

প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর জোর দেওয়া ছাড়াও দলটির ইশতেহারে আছে, কুরআন ও সুন্নাহ বিরোধী আইন পাস না করা, ইসলামিক কমিশন গঠন।

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনে মৃত্যুদণ্ডের আইন করা এবং ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ হবে দেশের আন্তর্জাতিক নীতি। এ ছাড়াও বিশ্ব ইজতেমার জন্য স্থায়ী জায়গা করে দেওয়ার অঙ্গীকার রয়েছে ইশতেহারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :