atv sangbad

Blog Post

জাতীয় পার্টির মহাসচিব চুন্নুর প্রার্থিতা বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে মনোনয়নপত্র বাতিলের আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এতে করে তিনি মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দেন।

গত ৮ ডিসেম্বর কিশোরগঞ্জ-৩ আসনে চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেন ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান। ৮ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আপিলও করেন তিনি। মুজিবুল হক চুন্নু এ আসনের বর্তমান সংসদ সদস্য।

এর আগে মনোনয়নপত্র জমা শেষে বাছাইয়ে এ আসনে জাতীয় পার্টির মহাসচিবের মনোনয়নপত্র বৈধ ও নাসিরুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ফৌজদারি মামলা থেকে অব্যাহতির কাগজ দেখাতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছিল ইসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :