নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতকের (পাস) ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন আজ বুধবার থেকে অনলাইনে শুরু হবে। বিকেল ৪টা থেকে শুরু হয়ে ভর্তি কার্যক্রম চলবে ৩০ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণ করা আবেদন ফরমের প্রিন্টসহ আবেদন ফি জমা দিতে হবে।
এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।
এটিভি/এস