দিনাজপুর প্রতিনিধি, এটিভি সংবাদ
জাতীয় পার্টির দিনাজপুর জেলা কমিটির আয়োজনে সোমবার (১০ এপ্রিল) জেলা পরিষদের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং স্থানীয় জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষেরা।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দিনাজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন।
এ সময় অতিথিদের অভ্যর্থনা জানান পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল। বিশিষ্ট অতিথিদের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের নেতা সুজাউর রব চৌধুরী মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলুসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা কমিটির উপদেষ্টা আব্দুস সামাদ চৌধুরী, জেলা কমিটির সহ সভাপতি এ্যাডভোকেট আমিনুল ইসলাম পুুতুল, মীর তৌহিদুল ইসলাম স্বপন, এ্যাডভোকেট নুরুল ইসলাম (৪), এ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, সহ সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকেয়া বেগম লাইজু, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, পৌর কমিটির সাধারন সম্পাদক সোয়েব, জাতীয় যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পিরু, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক শফিক আহমেদ, সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনসহ উপজেলা কমিটির নেতারা।