রাজশাহী প্রতিনিধি, এটিভি সংবাদ
রাজশাহী নগরীর বাটার মোড়কে ‘জয় বাংলা’ চত্বরের নাম পাল্টিয়ে নতুন নাম ‘বিজয়ের মোড়’রাখলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
রোববার (১০ নভেম্বর) বিকেলে এই চত্বরটিকে ‘বিজয়ের মোড়’ হিসেবে ঘোষণা করেন তিনি।
এদিন বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নগরীর বাটার মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শেষ হয় আলুপট্টি মোড়ে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এড. শফিকুল হক মিলন।
শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা এবং রাজশাহী সিটির সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে একজন গডফাদার ছিলেন তিনিসহ সবার বিচার হবে। আজ থেকে বাটার মোড়ের নামকরণ করা হলো বিজয়ের মোড়। কর্মসূচি জাতীয় পতাকা নিয়ে দলটির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি হাতে রাস্তায় বের হন নারীরাও। জিরো পয়েন্ট এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।