ঝিনাইদহ প্রতিনিধি, এটিভি সংবাদ
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেয়ার অভিযোগে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা।
বুধবার (২৬ জুলাই) সকাল থেকে জেলা শহরের সবচেয়ে বড় বাজার নতুন হাটখোলার ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করছেন। তবে এতে বিপাকে পড়েছে সর্বস্তরের মানুষ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক ও ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা নতুন হাটখোলায় অভিযান চালায়। দুটি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করে। সেসময় আশপাশের ব্যবসায়ীরা বিচারকদের অবরুদ্ধ করেন। পরে পুলিশ এলে তারা সেখান থেকে চলে যান।
এ ঘটনায় রাতে ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর দুজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার (২৬ জুলাই) সকাল থেকেই ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। আর এতে চরম বিপাকে পড়েছেন বাজার করতে আসা সব শ্রেণির মানুষ।
শহরের আদর্শপাড়া এলাকার বাসিন্দা আম্বিয়া খাতুন বলেন, আমার বাসায় অতিথি এসেছে। এখন বাজার করতে এসে কিছুই তো পেলাম না। এখন কি করি কোথা থেকে বাজার করি তা নিয়ে তো বিপদে আছি।
কেজি কলেজ এলাকার কলেজছাত্র আহসান কবির বলেন, আমরা ম্যাচে ৩৫ ছাত্র থাকি। এখন বাজারে এলাম কেনা-কাটা করতে। কিন্তু সব দোকান বন্ধ। এখন বাজার করতে না পারলে সবাইকে না খেয়ে থাকতে হবে।
নতুন হাটখোলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বিনা কারণে ব্যবসায়ীদের নামে মামলা দেয়া হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাই ব্যবসায়ীরা গ্রেফতার এড়াতে বাজারে আসেননি। জেলা প্রশাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি এই সমস্যার সমাধান করলে ব্যবসায়ীরা আবারো দোকান খুলবে।
এ ব্যাপারে মামলার বাদী জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরার সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
এটিভি/এস