নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ
ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা থেকে বের হওয়া অফলাইন ট্রেন বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ রেল সড়কের আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের টঙ্গী স্টেশন মাস্টার রাকিবুর এটিভি সংবাদকে জানান, চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদী পার হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। ইঞ্জিন ও বগিগুলো কেটে টঙ্গী স্টেশনে রাখা হয়েছে।
জানা যায় লাইনচ্যুত বগিসহ অন্য দুই বগি এখনো রেল ব্রিজের ওপরে রয়েছে। দুর্ঘটনায় স্থলটি সেতুর উপর থাকায় উদ্ধারের কাজ কিছুটা ঝুঁকিতে রয়েছে। রেলওয়ের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
রেলওয়ে কর্মকর্তা আরও জানান, বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনী সাজোয়া যান, ট্যাংকার, রকেট লাঞ্চার, নৌকা, জাহাজ প্রদর্শনীর জন্য আনা কিছু ডামি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল।