ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে এশিয়ার সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
টানা ছয় জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে রোহিত শর্মার দল। অপরদিকে, সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জিততেই হবে লঙ্কানদের। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে শ্রীলঙ্কা।
বিশ্বকাপে এর আগে ৯ বার দেখা হয়েছে শ্রীলঙ্কা-ভারতের। উভয় দলেরই চারটি করে জয় আছে। পরিত্যক্ত হয় একটি ম্যাচ হয়। ২০১৯ বিশ্বকাপে শেষ বার দেখা হয়েছিলো দু’দলের। সেই ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছিল ৬ উইকেটে। সবমিলিয়ে দু’দল ১৬৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ৯৮টি জয় নিয়ে এগিয়ে আছে ভারত।
আজকের খেলায় শ্রীলঙ্কার দলে এক পরিবর্তন রয়েছে। ধনঞ্জয়া ডি সিলভার জায়গায় দলে জায়গা পেয়েছেন দুশান হেমান্থা। অপরদিকে, ভারত একাদশে কোন পরিবর্তন আনা হয়নি, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে রোহিত শর্মার দল।