বয়স মাত্র ৩১। ক্যারিয়ারের আরও অনেক বাকি পড়ে আছে। এমন মুহূর্তে সৌদি আরবের লিগে যোগ দিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। এর আগে সৌদি আরবের লিগে যাওয়া তারকাদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা করিম বেনজেমারা ক্যারিয়ারের শেষপ্রান্তে আছেন।
আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির শর্তগুলো যতই প্রকাশিত হচ্ছে, ততই মনে হচ্ছে অর্থের বড় ভূমিকা আছে। নেইমার যখন ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড গড়া ট্রান্সফার ফিতে পিএসজিতে গেলেন, তখনও একই প্রশ্ন উঠেছিল। ফরাসি ক্লাবটিতে গিয়ে নেইমার তেমন কিছুই অর্জন করতে পারেননি। ইনজুরিতে অনেকটা সময় ছিলেন মাঠের বাইরে।
এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় সৌদি আরবের প্রচারণাবিষয়ক প্রতিটি পোস্টের জন্য নেইমার পাবেন ৫ লাখ ইউরো। এসব কারণেই নেইমারের আল হিলালে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। স্রেফ টাকা আর সুযোগ সুবিধার জন্যই ক্যারিয়ারকে ফের হুমকির মুখে ফেললেন ব্রাজিল সুপারস্টার? তবে এটাও সত্য যে, আল হিলালই নেইমারের ক্যারিয়ারের শেষ ক্লাব- এমনটা নয়। তাকে হয়তো আবারও ইউরোপের লিগে দেখা যেতেও পারে। এটার সম্ভাবনা কতটুকু, তা সময় হলেই বোঝা যাবে।
এটিভি/এস