টাঙ্গাইল প্রতিনিধি, এটিভি সংবাদ
হালকা বাকবিতণ্ডা ও গণ্ডগোলের মধ্যদিয়ে শেষ হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। এতে উপজেলা বিএনপি’র সভাপতি মনোনীত হয়েছেন এই আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন খন্দকার সালাউদ্দিন আরিফ। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌর বিএনপির সভাপতি মনোনীত হয়েছেন হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এস এম মহসীন।
তবে সম্মেলন শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম প্রত্যাশিত পদ না পাওয়ায় সম্মেলনস্থলে ভাঙচুর চালায় তার সমর্থকরা। সম্মেলনস্থল ত্যাগ করার সময় পথিমধ্যে এক গৃহিনী তাদের হামলার শিকার হন বলেও জানা গেছে।
রোববার (৯ই অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আহমেদ আযম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, বিশেষ বক্তা হিসেবে ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। এছাড়া বিশেষ বক্তা হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
অপরদিকে এই সম্মেলনের প্রতিবাদে কর্মী সম্মেলন করেছেন ফিরোজ হায়দার খান। মির্জাপুর পৌরসভার ইউনিয়ন পাড়াস্থ এম জেড স্কুল মাঠে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।