টাঙ্গাইল, এটিভি সংবাদ :
টাঙ্গাইলের নাগারপুরে জাহিদ খান ঝলক নামে এক ছাত্রলীগে নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝলক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার সলিমাবাদ এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জাহিদ খান ঝলক তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ক’জন দূর্বৃত্ত তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন জানান, কয়েকদিন পূর্বে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সাথে ঝলকের বাকবিতন্ডা হয়। এঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রলীগ নেতা খুন হতে পারে। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন।