টাঙ্গাইল প্রতিনিধি, এটিভি সংবাদ
টাঙ্গাইল জেলা বিএনপি সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায় ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে বিএনপি নেতাকর্মীরা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে পদযাত্রা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেপারীপাড়ায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ প্রমুখ।
পদযাত্রায় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এটিভি/জেড