টাঙ্গাইল প্রতিনিধি, এটিভি সংবাদ
টাঙ্গাইলে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম চাকলাদার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হকের হাতে ফুল দিয়ে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মো. আজিজুল ইসলাম, সোনা মিয়া, হৃদয় মিয়া ও সাইদুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সৈয়দ সামছুদ্দোহা যুবরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম মোল্লা, মাহফুজুর রহমান খোকা, সহকারি সাধারণ সম্পাদক মো. ওস্তাগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক কায়ছার রেজভী রিপন, দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ খান প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, শহর, ইউনিয়নের জাতীয় পাটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এটিভি/এস