ঝিনাইদহ প্রতিনিধি, এটিভি সংবাদ
ঝিনাইদহে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে শহরের পুলিশ লাইনস পাড়ায় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা তথ্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, জেলা খাদ্যনিয়ন্ত্রক হাসান মিয়া, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
এবার প্রথমবারের মতো টিসিবি পণ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে খাদ্য অধিদপ্তরের ৫ কেজি করে চাল। এই প্যাকেজে রয়েছেন জেলার ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী। ৬০ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল, ১০০ টাকা লিটারে দুই লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবেন তারা। ৪৩ জন ডিলারের মাধ্যমে এ পণ্য বিক্রি কার্যক্রম চলবে চলতি জুলাই মাসব্যাপী। এদিকে বিক্রি কার্যক্রম উদ্বোধনের আগেই ডিলার পয়েন্টে এসে হাজির হন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষ।
স্বল্পমূল্যে পণ্য কিনতে পেরে খুশি তারা। জেলা শহরের কাঞ্চনপুর এলাকার বাসিন্দা বদর উদ্দিন বলেন, আমি অসুস্থ, আগে ভ্যান চালাতাম। এখন হাপানির জন্য তেমন কাজ করতে পারিনা। এ অবস্থায় অল্প টাকায় পণ্য কিনলাম, খুবই উপকার হলো।
রাশিদা বেগম বলেন, ‘গরীব মানুষ, সংসারে রোজগার কম। কম দামে চাল, ডাল, তেল কিনলাম ভালোইতো হলো। কয়টা দিন ভালোভাবে খেতে পারব।’
এদিকে উদ্বোধনের সময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে আমদানি নির্ভর পণ্যগুলোর দাম বেড়ে গেছে। প্রধানমন্ত্রী বাড়তি মূল্যের ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাল অন্তর্ভুক্ত করেছেন। সেটা সঠিকভাবে বিতরণের জন্য সার্বক্ষণিক তদারকি চলবে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।’
এটিভি/এস