আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে অভিযোগ দাখিলকে অধিকাংশ রিপাবলিকান দেখছেন ‘ষড়যন্ত্র’ হিসেবে। পাশাপাশি মার্কিন বিচার ব্যবস্থাকে প্রেসিডেন্ট জো বাইডেন বিরোধীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলেও দাবি তাদের।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার আনুষ্ঠানিকভাবে আদালতে বিচারকাজ শুরু হতে যাচ্ছে। এ নিয়ে অনেক সমালোচনা হলেও, অধিকাংশ রিপাবলিকান দাঁড়িয়েছেন ট্রাম্পের পাশে।
যদিও আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্প সমর্থন পাচ্ছেন বেশিরভাগ রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর। বর্তমান মার্কিন হাউস স্পিকার ক্যাভিন ম্যাকার্থি অভিযোগ করেন, জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক অনিয়মের অভিযোগ ধামাচাপা দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাম্পকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।
এটিভি/এস