atv sangbad

Blog Post

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে মাশরেকুল আজম’র শোক

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (এমপি) এর উপদেষ্টা মো. মাশরেকুল আজম (রবি)। আজ (১২ এপ্রিল) বুধবার এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় মো. মাশরেকুল আজম বলেন, মহান মুক্তিযুদ্ধ, ওষুধ শিল্প ও জনস্বাস্থ্য খাতে ডা. জাফরুল্লাহর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরী গত রাত ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে দেশের শিল্পখাত, রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :