নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১ হাজার ২৩৯ জন ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে মারা গেছেন আরও ৫ জন।
আক্রান্ত ও মৃত্যুর এই হিসাব গতকাল বুধবার (১২ জুলাই) সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল আটটা পর্যন্ত, যা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৯৩ জন। এর মধ্যে জুলাই মাসেই এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তের দিক থেকে দেশের ইতিহাসে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় ২০১৯ সালে। ওই বছর ১৭৯ জনের মৃত্যু হয়। আর ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর ২৮১ জন।
এটিভি/এস