atv sangbad

Blog Post

ডোমারে রেললাইনের ৭২টি ক্লিপ খুলে নিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

নীলফামারীর ডোমারে রেললাইনের ৭২টি ফিশপ্লেট খুলে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ডোমার-চিলাহাটিতে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বাগডোকরা প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘটনাটি টের পেয়ে সেখানে শত শত মানুষ জড়ো হন। চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত মানুষ বিভিন্নভাবে সংকেত দিলে ট্রেনটি থামিয়ে ফেলেন ট্রেন চালক। ফলে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।

নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন জানান, লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেসও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, লাইনের প্রায় ৭২টি ফিশপ্লেট খোলা হয়েছে। ডোমারের ওপরে দিয়ে রেললাইনের একটি বড় অংশ গেছে। রেললাইনে নিরাপত্তা জোরদারে সরকারকে অবহিত করবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :