নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলার ডায়ালাইসিস ওয়ার্ড থেকে দুই বছরের এক শিশুসহ মেরিনা আক্তার শারমিন (৩০) নামে এক নারীকে আটক করেছে আনসার সদস্যরা।
রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে তাকে আটক করা হয়।
ঢামেক আনসারের পিসি মহেশ চন্দ্র রায় বলেন, ওই নারীটি বেশ কিছুক্ষণ ধরে দুই বছরের একটি ছেলে শিশুকে নিয়ে নতুন ভবনের চার তলায় ঘোরাফেরা করছিল। বিষয়টি সাধারণ রোগীদের কাছে সন্দেহজনক হলে তারা আনসার সদস্যদের খবর দেয়। আমরা বেশ কিছুক্ষণ ওই নারীকে জিজ্ঞেস করি শিশুটি কার। কিন্তু আমাদের প্রশ্নের উত্তরে ওই নারীটি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। শিশুটিকে কোথা থেকে নিয়ে এসেছে তাও জানায়নি। পরে শিশুসহ ওই নারীকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করি। এছাড়া বিষয়টি শাহবাগ থানাকে অবগত করি।
পরে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মাহফুজ ঢামেকের পুলিশ ক্যাম্প থেকে রাত পৌনে একটা নাগাদ অভিযুক্ত ওই নারীসহ শিশুটিকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানা কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানানো হয়েছে।
আনসারের পিসি মহেশচন্দ্র আরও বলেন, অভিযুক্ত মেরিনা আক্তার নোয়াখালীর মাইজদী থানার গরিবপুর গ্রামের দুলহান মিয়ার মেয়ে। তবে তিনি কি উদ্দেশ্য নিয়ে ঢাকা মেডিকেলে এসেছিলেন তা জানা যায়নি।