https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ঢাবিতে খোঁজ নেওয়ার ৩ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হলো ময়লা ঢাবিতে খোঁজ নেওয়ার ৩ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হলো ময়লা – atv sangbad
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

ঢাবিতে খোঁজ নেওয়ার ৩ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হলো ময়লা

রিপোর্টার নাম / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৮:৫০ অপরাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ

নির্দিষ্ট কোনো ডাস্টবিন না থাকায় গত এক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সব ময়লা-আবর্জনা এনে ফেলা হতো প্রশাসনিক ভবনের উত্তর দিকের মূল প্রবেশদ্বারের ডান পাশে। ঢাবির সার্বিক বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বে আছে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ প্রতিবেদক এস্টেট অফিসে এই ময়লার স্তূপের বিষয়ে খোঁজ নিলে বিকেল পাঁচটার দিকে এই ময়লাগুলো সরিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করা হয়।

প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, গত এক বছরেরও বেশি সময় ধরে প্রশাসনিক ভবনের সকল ময়লা-আবর্জনা এনে ফেলা হতো প্রশাসনিক ভবনের উত্তর দিকের মূল প্রবেশদ্বার ডান পাশে।

এই প্রতিবেদক খোঁজ নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিক স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজে থাকা ভেকু দিয়ে ময়লাগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়। ওই সূত্র আরো জানায়, এই জায়গায় মাটি ফেলে ভরাট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে কখনো আর এখানে ময়লা ফেলা হবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ভবনের উত্তর দিকের মূল প্রবেশদ্বার ডান পাশে ময়লা-আবর্জনা ভর্তি হয়ে আছে।সেখানে বিভিন্ন প্লাস্টিক, প্লাস্টিকজাত বোতল, বিভিন্ন খাবারের প্যাকেট, ট্রিমিং করার পর ঘাসের উচ্ছিষ্ট, বিভিন্ন গাছপালার পাতাসহ বিভিন্ন শুষ্ক ময়লা-আবর্জনা রয়েছে। এসময় সেখানে ময়লা পানি জমে থাকতেও দেখা গিয়েছে।
 

তবে এই জায়গার পাশেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের কক্ষ। ময়লাগুলোর কারণে সেখানে বিভিন্ন সময় দুর্গন্ধের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৌশলী অফিসের একজন কর্মকর্তা বলেন, ‘প্রশাসনিক ভবন হল সচিবালয়ের মতো। এখানে মূল প্রবেশদ্বারের পাশে এরকম করে ময়লা-আবর্জনার স্তূপ করে রাখলে এতে বিশ্ববিদ্যালয়ের ইমেজ নষ্ট হয়। ছাত্র শিক্ষক থেকে শুরু করে বিদেশি শিক্ষার্থী সবাই এই জিনিসটা দেখে। বিষয়টি খুবই দৃষ্টিকটু।’

খোঁজ নিয়ে জানা যায়, প্রশাসনিক ভবনের আলাদা কোনো ডাস্টবিন না থাকায় ভবনের সকল বর্জ্য আবর্জনা এই জায়গায় এনে ফেলা হয়।

পাশাপাশি ব্যবসা শিক্ষা অনুষদ থেকেও ময়লা এখানে এনে ফেলা হয়। সিটি করপোরেশন পরবর্তীতে রাতে এখান থেকে ময়লাগুলো নিয়ে যায়। তবে সিটি করপোরেশন ময়লাগুলো প্রতিদিন না নিয়ে গিয়ে কয়েকদিন পর পর ময়লাগুলো নিয়ে যায়। সেই ময়লাগুলো ঢাকা মেডিক্যাল কলেজ জরুরি বিভাগ ও শহিদুল্লাহ হল সংলগ্ন ডাম্পিং ইয়ার্ডে ফেলা হয়।
 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতিমা বিনতে মুস্তাফা বলেন, ‘প্রতি রাতেই এখানের ময়লাগুলো পরিষ্কার করা হতো।’

এ জায়গায় মাটি ভরাট করা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এগুলো প্রক্রিয়া চলমান রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ