আহসান হাবীব, এটিভি সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার রাতে জুটি তাড়াতে ‘অভিযান’ পরিচালনা করে প্রক্টরিয়াল বডি। এ সময় কার্জন হল, মল চত্বর ও আমতলা চত্বরে ‘আপত্তিকর অবস্থানের’ অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। পরে ঢাবি ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি শিমুল কুম্ভকার বাধা দেওয়ায় তাদের ছেড়ে দেয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, প্রক্টরিয়াল বডি আট জুটিকে আটক করে। পরে শিমুল কুম্ভকার এসে বাধা দিয়ে বলেন– ক্যাম্পাসে বসে প্রেম করা যাবে না এ ধরনের কোনো আইন নেই। এ সময় তিনি প্রক্টরিয়াল বডির সদস্যদের কাউকে ধরতে হলে আগে আইন করতে বলেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
শিমুল কুম্ভকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে আমরা মুক্তাঞ্চল বলে জানি। এখানে প্রেমিক-প্রেমিকার বসে থাকতে সমস্যা কোথায়? কিন্তু অভিযানের নামে ধরে থানায় নিয়ে হয়রানি করা প্রশাসনের দায়িত্ব হতে পারে না। বহিরাগত হলে নিষেধ করতে পারে। সচেতন নাগরিক হিসেবে আমি উন্মুক্ত স্থানে বসে থাকা ছেলেমেয়েদের হয়রানি করার প্রতিবাদ করেছি।’