মাদারীপুর প্রতিনিধি, এটিভি সংবাদ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মতবিনিময়ের জন্য মাদারীপুরের ডামুড্যা উপজেলার দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে হামিদিয়া কামিল মাদরাসা এবং সরকারি পূর্ব মাদারীপুর কলেজে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহীম খলিল ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ (অয়ন) ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান।
এ সময় স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দও সভায় অংশ নেন। সভার শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ এবং গাছের চারা উপহার দেওয়া হয়।
মতবিনিময়ের সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেন, আমরা তারেক রহমানের ৩১ দফা বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় এলে কীভাবে দেশ পরিচালনা করবে তা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি। আমাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ, নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে কোনো ধরনের কুলষিত রাজনীতি থাকবে না।
শিক্ষার্থীরা তাদের মতামত জানিয়ে বলেন, তারা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং দেশের ভবিষ্যত নিয়ে চিন্তাভাবনা করতে আগ্রহী।