atv sangbad

Blog Post

তিস্তার চড়ে ভেসে উঠলো দুস্থানে ২ যুবকের মরদেহ

রংপুর, এটিভি সংবাদ 
ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর বাঁধ ভেঙে পানির স্রোতে ভেসে আসে দুই যুবকের মরদেহ। পানি কমে গেলে আটকা পরে থাকা  লাশ দেখতে হাজার হাজার মানুষের ঘটে সমাগম।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে রংপুরের গঙ্গাচড়া গজ ঘন্টার ছালাপাক চরে এক যুবকের লাশ দেখা যায়। একই সময় ডিমলার কিসামত ছাতনাই চরে ভেসে এসেছে আরও একটি লাশ দেখা যায়। দুটি লাশেই ছিলেন পুরুষ। এলাকাবাসী দেখতে পেয়ে প্রশাসনকে জানালে ঘটনাস্থলে পুলিশ আসেন।
সরজমিনে গেলে এলাকাবাসী জানায়,ভারত থেকে ধেঁয়ে আসা উজানের ঢলে ভেসে আসে লাশ। তবে লাশ গুলো দেখে বাংলাদেশী মানুষ বলে মনে হচ্ছে না। লাশটির হাতে সুতা পায়ে সুতা বাঁধা  দেখে মুসলিম ধর্মীয় কোন  লাশ নয় বলে মনে করছেন এলাকাবাসী। আবার কেউ কেউ মনে করছেন রাতের অন্ধকারে পানির স্রোতে ঘরবাড়ি বিলীন হয়েছে অনেক,বাস্ত ভিটে ভেসে যাওয়া মানুষ হতে পারে তবে কোনো চিহ্নিত করতে পারেনি কেউ। ঘটনাস্থলে গঙ্গাচড়া থানার পরিদর্শক তদন্ত মমতাজুল হাসান জানান, ভারতের অনেক মানুষ করতিগ্রস্ত হয়েছে শান্তিরক্ষী বাহিনী তারাও পানির স্রোতে ভেসে গেছেন এরকম সাধারণ  মানুষও ভেসে যেতে পারে,তবে হাত-পায়ে সুতা সুতা বাঁধা দেখে আনুমানিক ধারণা করা যাচ্ছে মৃত্য ব্যক্তিটি হিন্দু সম্প্রদায়ের হতে পারে।
অসময়ে বন্যায় প্লাবিত হাওয়ায় আতঙ্কে রয়েছে তিস্তার বুকে বাঁধা  দেড় লক্ষ পরিবার। এরই মাঝে আবার তিস্তার বুকে ঘুরে বেড়াচ্ছে লাশ এমন চিত্র দেখে ভয়াবহ সৃষ্টি হয়েছে তিস্তা পাড়ের মানুষের মাঝে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন জানান, লাশটি আমাদের হেফাজতে রয়েছে। লাশটি  পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করানো হবে। পরে প্রকৃত অভিভাবকদের কাছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :