atv sangbad

Blog Post

তিস্তার বন্যায় ধরা পড়লো ৭২ কেজির বাঘাইড়, বিক্রি ৭০ হাজার টাকায়

লালমনিরহাট, এটিভি সংবাদ

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর বন্যার পানিতে ধরা পড়েছে ৭২ কেজি ওজনের বাঘাইড় মাছ। যা স্থানীয় বাজারে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) উপজেলার উত্তর ডাউয়াবাড়ি গ্রামে তিস্তা নদীর চরাঞ্চল থেকে মাছটি ধরেন কৃষক মোহসিন আলী। তিনি ওই গ্রামের ইছাহাক আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ভারতের সিকিমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় তিস্তা নদীর ভাটিতে বাংলাদেশ অংশে বন্যা দেখা দেয়। বুধবার রাতে তিস্তা পাড়ে বন্যায় প্লাবিত হয়। পরদিন সকাল হতেই বন্যার পানি নেমে যায়। ডুবে থাকা চরাঞ্চলের ছোট ছোট খাল গর্তে আটকা পড়ে বেশ কিছু মাছ। স্থানীয়রা এসব মাছ ধরে বাজারে বিক্রি করেন। উত্তর ডাউয়াবাড়ি চরের কৃষক মোহসিন আলীর জমির গর্তে এমনই এক বাঘাইড় মাছ আটকা পড়ে। বাড়ির সবাই মিলে মাছটি ধরে। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। স্থানীয় ডাউয়াবাড়ি বাজারের লোকজন সম্মিলিতভাবে মাছটি ৭০ হাজার টাকায় ক্রয় করেন।

মাছটি এক নজর দেখতে হাজারো মানুষ ভিড় জমায় ডাউয়াবাড়ি বাজারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :