ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
জ্যৈষ্ঠের খরতাপে নাভিশ্বাস অবস্থা। গতকাল তাপমাত্রার পারদ ৪২.৬ ছুঁয়েছে, যা চলতি বছরে সর্বোচ্চ। দেশজুড়ে তিন দিনের হিট অ্যালার্ট চলছে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ ও রেলিগেশন লিগের সূচি।
তবে এমন তীব্র গরমের কথা চিন্তা করে প্রতি রাউন্ডের খেলার পর দুই দিন করে বিরতি দেওয়া হয়েছে।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সভাপতি সালাউদ্দিন বলেন, ‘যেভাবে গরম পড়ছে এর মধ্যে খেলা কষ্টসাধ্য। ক্লাবগুলো গরমের কারণে দুই দিন বিরতি চেয়েছে, আমরা সেটা করেছি।’ তবে ২৫ এপ্রিল সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হলে পরবর্তী রাউন্ডগুলো এক দিন নাকি দুই দিন বিরতিতে হবে, সেই সিদ্ধান্তে নেবে সিসিডিএম।
সিসিডিএমের পরিকল্পনা ছিল এক দিন করে বিরতি দিয়ে ৩০ এপ্রিলের মধ্যে সুপার লিগ শেষ করা। তবে তীব্র খরতাপের কারণে টুর্নামেন্টের দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। ২২ এপ্রিল থেকে শুরু হবে সুপার লিগ। ২৩ এপ্রিল থেকে রেলিগেশন লিগ।