চট্টগ্রাম প্রতিবেদক, এটিভি সংবাদ
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারমুক্ত সভাপতি হয়ে পূর্ণ মর্যাদায় সভাপতি নিযুক্ত হলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ মোতাহেরুল ইসলাম চৌধুরী।
রবিবার (৬ আগস্ট) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক বর্ধিত সভা থেকে ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করে দিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি বা সাধারণ সম্পাদকেরা ভারমুক্ত। অর্থাৎ পূর্ণ সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে গণ্য হবে।
আরও পড়ুন : একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক আর নেই
অবশ্য কোন পর্যায়ের নেতারা এর আওতায় পড়বে আওয়ামী লীগ সভাপতি তা স্পষ্ট করে বলেননি। শুধু তিনি বলেছেন, আজ থেকে সব ভারমুক্ত।
জানা যায়, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসের এক আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে এ ঘোষণা এসেছে বলে জানা গেছে বর্ধিত সভা সূত্রে।এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করার বিষয়ে সাই দিয়েছেন এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
তাহেরুল ইসলাম চৌধুরী জেলা আওয়ামী লীগের গত কমিটির সহসভাপতি ছিলেন। এছাড়া গত সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। এ সম্মেলনেই দ্বিতীয়বারের মতো মোছলেম উদ্দিন আহমেদ সভাপতি ও মফিজুর রহমান সাধারণ সম্পাদক হন। গত ৫ ফেব্রুয়ারি মোছলেম উদ্দিন আহমদ এমপি মারা গেলে কে ধরবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির হাল এ নিয়ে চলছিল নানা আলোচনা।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সাবেক সহসভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দিয়েছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।গত ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যিনর্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক মোতাহেরুল ইসলাম চৌধুরীকে বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। পাশাপাশি আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আরো সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী শাখায় পরিণত হবে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্য ভারমুক্ত হওয়া সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে সারা জীবন রাজনীতি করেছি, কারাবরণ করেছি কয়েকবার। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় আমাকে হাজিক্যাম্পে টর্চার করা হয়েছে। এত নির্যাতনেও কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি। আমি জেলা আওয়ামী লীগের দায়িত্ব ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই দক্ষিণের আটটি উপজেলার তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে কাজ করছি।রবিবার দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মতো যারা ভারপ্রাপ্ত হিসেবে দলের দায়িত্ব পালন করছিলেন তাদের সবাইকে তিনি ভারমুক্ত করে দিয়ে সরাসরি পদে আসীন করেছেন। আমি সবার সহযোগিতা নিয়ে আগামী দিনের সুন্দর রাজনীতি করতে চাই।