ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
এশিয়া কাপের ঐচ্ছিক অনুশীলনের দিনে, ভারত বিশ্বকাপের ভিসা আবেদন প্রক্রিয়া সেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ না থাকলেও, সৌম্য সরকারকে দেখা গেছে দলের সঙ্গে। সৌম্য ছাড়াও, এশিয়া কাপের স্কোয়াডে না থাকা ক্রিকেটারদের মধ্যে ভিসা আবেদন সম্পন্ন করেছেন খালেদ আহমেদ, রিশাদ হোসেন ও জাকির হাসান। মূলত বিসিবির পরিকল্পনায় থাকায় আগে ভাগে এই কাজ সারেন ক্রিকেটাররা।
সোমবার (২১ আগস্ট) হোম ক্রিকেটে ছিল ঐচ্ছিক অনুশীলন পর্ব। দরজায় কড়া নাড়তে থাকা এশিয়া কাপের আনুষ্ঠানিক অনুশীলন বাতিলের কারণ ভারত বিশ্বকাপ।
বৈশ্বিক আসরকে সামনে রেখে এদিন বাংলাদেশি ক্রিকেটারদের দেখা গেল ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে। অভিজ্ঞ মুশফিকুর রহিম কিংবা প্রথমবারের মতো ডাক পাওয়া তানজিদ হাসান তামিম-স্কোয়াড ঘোষণা না হলেও, প্রাথমিক বিবেচনায় থাকা ক্রিকেটারদেরও কাগজপত্রের কাজ সেরে ফেললো বিসিবি।