আহসান হাবীব, এটিভি সংবাদ
রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে বিয়ে করার ঘটনায় পরিচালনা পর্ষদের আলোচিত দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ এবং কলেজ অধ্যক্ষ ফৌজিয়া রশিদীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে। সম্প্রতি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ অভিযোগটি দিয়েছেন ওই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম।
মামলায় খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। আর অধ্যক্ষ ফৌজিয়া রশিদীর বিরুদ্ধে মুশতাককে সহযোগিতার অভিযোগ আনা হয়।
এর আগে গত মে মাসে কলেজটির একাদশ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে মুশতাকের দুটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছাত্রীর সঙ্গে পরিচালনা পর্ষদের প্রবীণ সদস্যের সম্পর্কের বিষয়টি ফাঁস হওয়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। পরে একটি তদন্ত কমিটি করা হয়।
এ ছাড়া ১ জুন অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক রোস্তম আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ষাটোর্ধ্ব মুশতাক অভিভাবকদের চাপে ওই ছাত্রীকে বিয়ে করেছেন। এটি তাঁর তৃতীয় বিয়ে।