নিউজ ডেস্ক, এটিভি সংবাদ :
রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ উপজেলা দিনাজপুর প্রতিনিধি :দেশে চলমান ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গত মঙ্গলবার (২১ মে-২০২৪) দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনী ফলাফলে বিরল উপজেলায় এ কে এম মোস্তাফিজুর রহমান, বোচাগঞ্জে মো. আফছার আলী, কাহারোলে এ কে এম ফারুক এবং বীরগঞ্জে মো. আবু হুসাইন বিপু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। কোথাও তেমন কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।রাতে স্ব স্ব উপজেলায় নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রাথমিক ফলাফল ঘোষনা করেন। বিরল উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এ কে মোস্তাফিজুর রহমান (আনারস) ৫৫ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রমা কান্ত রায় (মটর সাইকেল) পেয়েছেন ৪১ হাজার ২৬২ ভোট।