https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ দুই আসরের দুঃখ ভুলে বিশ্বকাপ জিততে চান বোল্ট দুই আসরের দুঃখ ভুলে বিশ্বকাপ জিততে চান বোল্ট – atv sangbad
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

দুই আসরের দুঃখ ভুলে বিশ্বকাপ জিততে চান বোল্ট

রিপোর্টার নাম / ৩০ Time View
Update : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৯:১৬ পূর্বাহ্ন

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ

বিশ্বকাপের আগ মুহূর্তে তারকা পেসার ট্রেন্ট বোল্টকে জাতীয় দলে ফেরালো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে আছেন তিনি। প্রায় এক বছর পর কিউইদের অনুশীলনে ফিরেছেন কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করা এই ক্রিকেটার। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বোল্ট। আগের দুই আসরের দুঃখ ভুলে, এবার দলকে বিশ্বকাপ শিরোপা উপহার দিতে বদ্ধপরিকর এই পেসার।

ফ্র্যাঞ্চাইজি আসরের যুগে কোণঠাসা আন্তর্জাতিক ক্রিকেট। স্বল্প সময়ে বিপুল অর্থ উপার্জনের দিকে ঝুঁকছেন ক্রিকেটাররাও। বিশ্বব্যাপী টুর্নামেন্টগুলোর জন্য অ্যাভেইলেবল থাকতে আন্তর্জাতিক ক্যারিয়ারকে একরকম স্যাক্রিফাইস করে দিয়েছেন এ প্রজন্মের অন্যতম সেরা বোলার ট্রেন্ট বোল্ট।

গত বছর আগস্টে স্বেচ্ছায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান তিনি। এরপরই বোর্ড থেকে জানিয়ে দেয়া হয়, কনট্র্যাক্টে থাকা ক্রিকেটারদের মতো সুযোগ পাবেন না বোল্ট। অনেকেই তখন ধরে নিয়েছিলেন, হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর দেখা যাবে না এই স্টার বোলারকে।
 
তবে, বিশ্বকাপ কাছাকাছি আসতেই কৌশলী এনজেডসি। এবারও মেগা ইভেন্টের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড। বোলিং আক্রমণের গভীরতা বাড়াতে প্রুভেন প্লেয়ারকে ফেরাচ্ছে তারা। বিশ্ব আসরটি ভারতের মাটিতে হওয়ায় দলে বোল্টের চাহিদা বেড়েছে আরও। আইপিএলের নিয়মিত মুখ তিনি। ভারতীয় লিগে বেশ সফলও।
 
বিশ্বকাপের ভাবনায় থাকা পেসার মেগা ইভেন্টের আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে ধাতস্থ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের ৪ ম্যাচ ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন বোল্ট। বে-ওভালে দলের ক্যাম্পেও ফিরেছেন।
 
গণমাধ্যমকে ট্রেন্ট বোল্ট বলেন, ‘এক্সাইটিং একটা ব্যাপার। বোলিং করলাম। খুব ভালো লাগছে। মাঝে অনেক ফ্র্যাঞ্চাইজি আসরে খেলার অভিজ্ঞতা হয়েছে। তবে, সবসময় জাতীয় দলে ফেরার তাড়না কাজ করতো। ভাবতাম, বিশ্বকাপের জন্য তৈরি হব।’
 
বোল্টের অন্তর্ভুক্তিতে ওয়ার্ল্ডকাপের আগে আরও আত্মবিশ্বাসী হচ্ছে ব্ল্যাকক্যাপরা। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে দলকে প্রতিনিধিত্ব করেছেন এই পেসার। তবে, দু’বারই ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে। এবার যেকোনো মূল্যে সে গেরো খুলতে চান বোল্ট।
 
তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের ক্যাম্পেইন খুব রোমাঞ্চকর ছিল। এবার জয়ের ক্ষুধা আরও বেশি। দলের হয়ে বড় অবদান রাখতে চাই। আশা করি, চার বছর আগে যে ট্রফিটার খুব কাছাকাছি গিয়েছিলাম, এবার সেটা তুলে ধরতে পারব।’
 
ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে ইংল্যান্ড সিরিজ নিয়ে খুব সিরিয়াস ট্রেন্ট বোল্ট। 

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ