https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ দুদিনে মণিপুরে প্রবেশ করেছে মিয়ানমারের ৭শতাধিক নাগরিক, চিন্তিত সরকার দুদিনে মণিপুরে প্রবেশ করেছে মিয়ানমারের ৭শতাধিক নাগরিক, চিন্তিত সরকার – atv sangbad
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

দুদিনে মণিপুরে প্রবেশ করেছে মিয়ানমারের ৭শতাধিক নাগরিক, চিন্তিত সরকার

রিপোর্টার নাম / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৮:২৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ

মাত্র দুই দিনে মণিপুরে প্রবেশে করেছে ৭ শতাধিক মিয়ানমারের নাগরিক। মিয়ানমার থেকে দাঙ্গা কবলিত রাজ্যটিতে প্রবেশ করা এসব বিদেশিদের কাছে কোনো উপযুক্ত কাগজপত্র নেই। বিষয়টি নিয়ে চিন্তিত মণিপুরের রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিগত ২২ ও ২৩ জুলাই দুই দিনে মোট ৭১৮ জন মিয়ানমারের নাগরিককে উপযুক্ত কাগজপত্র ছাড়াই মণিপুরে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আসাম রাইফেলসের কাছে জানতে চেয়েছে রাজ্য সরকার।

রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আসাম রাইফেলসের কাছে জানতে চাওয়া হয়েছে কেন দুই দিনে উপযুক্ত নথিপত্র ছাড়াই মিয়ানমারের ৭ শতাধিক নাগরিক রাজ্যে প্রবেশের সুযোগ পেলো। তারা যে, আসার সময় কোনো ধরণের অস্ত্র-গোলাবারুদ আনেনি সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
 
এদিকে, আসাম রাইফেলসের সেক্টর-২৮ এর প্রধান কার্যালয় জানিয়েছে, মিয়ানমারের সাগাইন অঞ্চলের খামপাত থেকে ২৩ তারিখ পর্যন্ত মোট ৭১৮ জন নতুন শরণার্থী রাজ্যে প্রবেশ করেছে। তারা মণিপুর রাজ্যের চান্দেল জেলা হয়ে প্রবেশ করেছে। আসাম রাইফেলস দাবি করেছে, খামপাতে সহিংসতার কারণেই এই লোকগুলো মণিপুরে প্রবেশ করেছে।  
 
অপরদিকে, মণিপুর রাজ্য সরকার জানিয়েছে, তারা আসাম রাইফেলসকে নির্দেশ দিয়েছে যেনো কোনো মিয়ানমারের নাগরিক কোনো ধরনে বৈধ কাগজপত্র ছাড়া মণিপুরে প্রবেশ করতে না পারে।
 
উল্লেখ্য, চলতি বছরের ৩ মে থেকে মণিপুরে শুরু হয়েছে জাতিগত দাঙ্গা। সংখ্যাগরিষ্ঠ মেতাই জাতিগোষ্ঠীকে তফসিলি সম্প্রদায় ঘোষণার সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নামে কুকি সম্প্রদায়। পরে সেই আন্দোলন রূপ নেয় জাতিগত সহিংসতায়। সেই সহিংসতায় এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ শতাধিক।
  এটিভি/এস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ