সৈকত মনি, এটিভি সংবাদ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের সফল ও জনবান্ধব ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার।
চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। মহান আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশুত্ব কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।
জনবান্ধব ইউপি চেয়ারম্যান আরো বলেন, ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ হলো শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা সকলের জন্য। তিনি সবার কল্যাণ কামনা করেন। এছাড়াও তিনি বলেন, দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে তাই সকলে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা উদযাপন করুন এবং নিরাপদে চলাচল করুন।
বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত মোখলেছুর রহমান তালুকদার নিজ ইউনিয়ন এলাকায় সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক হিসেবে অধিষ্ঠিত। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সলঙ্গা থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক।