https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ দেশে দেশে চলছে বাংলাদেশি ছবি - atv sangbad দেশে দেশে চলছে বাংলাদেশি ছবি - atv sangbad
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেটসেবা বন্ধ করা হয়নি: উপদেষ্টা নাহিদ ভোলার মনপুরায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১ প্রধান উপদেষ্টা নিউইয়র্ক যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর মব জাস্টিসের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মশাল মিছিল বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকের: উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পেতে যমুনার সামনে আন্দোলনে আহতদের অবস্থান কর্মসূচি দেশের পার্বত্য অঞ্চল পরিদর্শনে তিন উপদেষ্টা রাজধানীর মোহাম্মদপুরে সংঘর্ষে ২ তরুণ নিহত! রাজধানীতে স্বস্তির বৃষ্টি, দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

দেশে দেশে চলছে বাংলাদেশি ছবি

রিপোর্টার নাম / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ

বাংলা সিনেমার নবজাগরণ চলছে দেশের সিনেমা হলে। সেই আঁচ লেগেছে বিদেশেও। এ সপ্তাহে বিশ্বের সাতটি দেশের প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে চলছে বাংলাদেশের ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’। দেশের মতো ইউরোপ-আমেরিকায়ও ছবিগুলো আগ্রহ নিয়ে দেখছে প্রবাসী বাঙালিরা।

সারা পৃথিবীতে ছড়িয়ে আছে কোটি বাংলাভাষী দর্শক। এই বিপুল জনগোষ্ঠীর আগ্রহকে গুরুত্ব দিয়ে বর্তমানে বিদেশে নিয়মিত রপ্তানি করা হচ্ছে বাংলাদেশের ছবি। প্রবাসী বাংলাদেশি ও ভারতীয় বাঙালিদের টার্গেট করে এরই মধ্যে তৈরি হয়েছে পেশাদার পরিবেশকও। আগে প্রবাসীরা নিজেদের উদ্যোগে হল ভাড়া করে বিশেষ শোর আয়োজন করত।

পরিবেশনার সব নিয়ম মেনে বিদেশে বাংলা ছবির বাণিজ্যিক প্রদর্শনী শুরু হয়েছে বেশ কয়েক বছর হলো। উত্তর আমেরিকার বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, ইতালির প্রেক্ষাগৃহে এখন নিয়মিত বাংলাদেশি ছবির বাণিজ্যিক প্রদর্শনী চলছে। এতে সম্প্রসারিত হচ্ছে বাংলা ছবির বাজার। ছবি নির্মাণের বাজেটও ক্রমেই বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

‘অস্তিত্ব’, ‘আয়নাবাজি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘দেবী’, ‘পরাণ’, ‘হাওয়া’, ‘পাপ-পুণ্য’ থেকে শুরু করে সর্বশেষ আলোড়ন তৈরি করেছে গেল ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’। 

যাদের হাত ধরে বিদেশে বাংলা ছবি

বিশ্ববাজারে বাংলা ছবি পরিবেশনায় পরিচিত নাম স্বপ্ন স্কেয়ারক্রো। আমেরিকা, কানাডায় বেশ কিছু বাংলা ছবি মুক্তি দিয়ে সফল হয়েছে সংস্থাটি। উত্তর আমেরিকার বায়োস্কোপ, অস্ট্রেলিয়ার ইগল এন্টারটেইনমেন্ট, পথ প্রডাকশন ও দেশি ইভেন্টসের মতো কিছু সংস্থাও বিদেশে নিয়মিত ছবি মুক্তি দিচ্ছে।

এই মুহূর্তে সাত দেশে চলছে বাংলা ছবি

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, ইতালিতে চলছে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। ভারত, যুক্তরাষ্ট্রে চলছে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাত দেশে আরবি সাবটাইটেলে ‘সুড়ঙ্গ’ মুক্তির প্রক্রিয়া চলছে, জানিয়েছে বায়োস্কোপ ফিল্মস। অস্ট্রেলিয়ায় চলছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। ২৫ আগস্ট উত্তর আমেরিকার অন্তত দেড় শ স্ক্রিনে মুক্তি পাবে বাংলাদেশ-আমেরিকার যৌথ প্রযোজনার ছবি ‘এমআর-৯’।

বাংলা ছবির ইউরোপ জয়

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ায় অনেক দিন ধরেই নিয়মিত বাংলা ছবি মুক্তি পাচ্ছে। সে ক্ষেত্রে ইউরোপের দেশগুলোতে এত বাঙালি থাকা সত্ত্বেও নিয়মিত বাংলা ছবি মুক্তি পায়নি। সেই আফসোস ঘুচিয়েছে সেখানকার প্রবাসী বাঙালিরা। ফ্রান্সের প্যারিস এবং ইতালির ভেনিসে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’। এই দুই শহরে ছবিটি দারুণ সাড়া ফেলেছে, জানিয়েছেন হিমেল আশরাফ। প্যারিস ও ভেনিসে দর্শকের চাপে অফিশিয়ালি ছবিটি প্রদর্শিত হবে। ফ্রান্স, ইতালিতে ‘প্রিয়তমা’ পরিবেশন করছেন জাহিদ হাসান অভি। তিনি বলেন, “প্রথমে ভেবেছিলাম দর্শক আসবে কি না! আন-অফিশিয়ালি ‘প্রিয়তমা’ মুক্তির পর সেই সন্দেহ কেটে গেছে। প্যারিসে অগ্রিম তিন দিনের টিকিট অলরেডি সোল্ড আউট। ফ্রান্স ও ইতালির অন্য শহরে রিলিজের ব্যবস্থা করব। শিগগিরই পর্তুগাল, নেদারল্যান্ডস, লন্ডন, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুরেও মুক্তি দেব।”

অস্ট্রেলিয়ায় তিন ছবি

বঙ্গজ ফিল্মসের আয়োজনে ৭ জুলাই অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও শহরে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। দর্শক আগ্রহে তিন সপ্তাহ সেখানে চলে ছবিটি। ৫ আগস্ট অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। ইগল এন্টারটেইনমেন্টের কর্ণধার সাব্বির চৌধুরী বলেন, এরই মধ্যে যত শো হয়েছে তার প্রায় সবই হাউসফুল। বেশ কয়েকটি শোর অগ্রিম টিকিটও বিক্রি হয়েছে। মুক্তির আগেই অস্ট্রেলিয়ায় সাড়া ফেলে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। ৫ আগস্ট সিডনির হোয়েটস ব্ল্যাকটাউনে ছবিটির প্রিমিয়ার হয়। দর্শকের ঢল নামায় একই দিনে ছবিটির তিনটি শো হয়। সব শো হাউসফুল।  অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে চলছে ছবিটি। নিউজিল্যান্ডেও মুক্তি পাওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ায় ‘প্রহেলিকা’র পরিবেশক বাংলাদেশি সংগঠন পথ প্রডাকশন ও দেশি ইভেন্টস।

যুক্তরাষ্ট্র, কানাডা

আমেরিকা ও কানাডায় ‘প্রিয়তমা’ মুক্তি দিয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। তাদের হাত ধরে মুক্তি পাওয়া ২০ নম্বর ছবি এটি। স্বপ্ন স্কেয়ারক্রো সরাসরি সিনেমা হলে মুক্তি দেয়। অন্যান্য দেশের পরিবেশকরা সাধারণত হল ভাড়া করে ছবি দেখায়। সে ক্ষেত্রে স্কেয়ারক্রোর বদৌলতে মুক্তি পাওয়া ছবির বক্স অফিসের আয়-ব্যয় হলিউড-বলিউড ছবির মতোই সহজে জানা যায়। সম্প্রতি এই পরিবেশক সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত বিদেশের প্রেক্ষাগৃহ থেকে সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় আছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয় করা ‘হাওয়া’র আয় তিন লাখ ৫৮ হাজার ডলার। পরের জায়গাটি রায়হান রাফীর ‘পরাণ’-এর দখলে—এক লাখ ৮৭ হাজার ডলার। তৃতীয় ‘প্রিয়তমা’, ছবিটির আয় ছাড়িয়েছে এক লাখ ২৬ হাজার ডলার।

যুক্তরাষ্ট্রের দুই হলে চলছে ‘সুড়ঙ্গ’। ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজা হামিদ বলেন, “‘বারবি’র অসাধারণ সাফল্য খোদ হলিউড অনুমান করতে পারেনি। তাই প্রচুর হল ও শো হারাতে হয়েছে বাংলা ও ভারতীয় ছবিকে। প্রথম দুই সপ্তাহে বড় আয়োজনে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব না হলেও ৬৫ হাজার ডলারের বেশি আয় হয়েছে। এর মধ্যে ছবিটি পাইরেসি হওয়ায় আরো ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। আশা করছি, আরো বড় পরিসরে অচিরেই মুক্তি দিতে পারব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ