atv sangbad

Blog Post

দৌলতপুর সীমান্তে ১২টি স্বর্ণের বারসহ আটক ৩

সাগর হোসেন, বেনাপোল, এটিভি সংবাদ

যশোরের বেনাপোলে দৌলতপুর সীমান্ত থেকে ১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি সোনার বার ও একটি মোটরসাইকেল সহ তিনজন কে আটক করেছে বিজিবি।

রোববার (১২ নভেম্বর) দৌলতপুর সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা- বেনাপোল পুটখালী গ্রামের আনার উদ্দিনের ছেলে মো. আজমীর (২০), আলী কদমের ছেলে মো. জালাল উদ্দিন (৩৭) ও রুহুল আমিনের ছেলে মো. নুরুজ্জামান (৩৮)। উদ্ধারকৃত সোনার মুল্যে এক কোটি সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে দৌলতপুর ০১টি মোটর সাইকেল আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে মোটর সাইকেল থামার সংকেত দিলে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া দিয়ে আটক করে। এসময় তাদের তল্লাশী করে ০১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :