ক্রীড়া প্রতিবেদক: ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে গেল বছরের তালিকা থেকে বাদ পড়েছেন ৪ ক্রিকেটার।
তারা হলেন তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত এবং এবাদত হোসেন চৌধুরি। যদিও তামিম আগেই নিজেকে চুক্তির বাইরে রাখার জন্য বিসিবিকে অনুরোধ করেছিলেন। এ ছাড়া চোটের কারণে চুক্তির বাইরে এবাদত।
নতুন করে চুক্তিতে জায়াগা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব এবং ওপেনার মাহমুদুল হাসান জয়। এ ছাড়া চুক্তিতে ফিরেছেন স্পিনার নাঈম হাসান। আগের চুক্তিতে দুই ফরম্যাটে থাকলেও নতুন চুক্তিতে তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং শরিফুল ইসলাম। আগে তিন ফরম্যাটের চুক্তিতে থাকা পেসার তাসকিন আহমেদ এবার বাদ পড়েছেন টেস্টের চুক্তি থেকে।
একনজরে কেন্দ্রীয় চুক্তি :
বাদ : তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরী।
নতুন : তানজিম হাসান সাকিব, মাহমুদুল হাসান জয়।
ফিরেছেন : নাঈম হাসান।
আগে শুধু টি-টোয়েন্টি, এখন টি-টোয়েন্টি ও ওয়ানডে : হাসান মাহমুদ।
দুই ফরম্যাট থেকে তিন ফরম্যাটে : নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।
আগে টেস্ট ও টি-টোয়েন্টি, এখন শুধু টি-টোয়েন্টি : নুরুল হাসান সোহান।
আগে তিন ফরম্যাট এবার ওয়ানডে, টি-টোয়েন্টি : তাসকিন আহমেদ।