অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। আমাদের সন্তানদের দক্ষ, জ্ঞান ও বিজ্ঞানমনস্ক মানবসম্পদ হিসেবে গড়ে তোলায় নতুন কারিকুলামের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (২১ জানুয়ারি) চট্টগ্রামে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, দেশে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ২ কোটি শিক্ষার্থী পাঠগ্রহণ করলেও মাধ্যমিক স্তর পর্যন্ত ১ কোটি ৮০ লাখ শিক্ষার্থী পাঠ গ্রহণ করতে পারে। দুই কোটির মধ্যে মাত্র ২০ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পাঠগ্রহণ করতে পারে। প্রচলিত শিক্ষা ও পাঠগ্রহণ কার্যক্রমে বড় অঙ্কের শিক্ষার্থী নিম্ন মাধ্যমিকের পাঠগ্রহণ করতে না পারায় তারা দক্ষ মানবসম্পদে উন্নীত হতে পারছে না।
তিনি বলেন, দেশ থেকে বিদেশে কাজ করতে যাওয়া অধিকাংশ মানুষ অদক্ষ। এ কারণে এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আহরণের গতিও খুবই মন্থর। দেশের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও ব্যবস্থাপনা কাঠামো সংস্কার অতীব জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবে।