নাটোর প্রতিনিধি, এটিভি সংবাদ
নাটোরে কলা চাষী কালাম হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মো. বাবলু মোল্লা ও মো. আহসান মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৯ জুলাই) রাতে তাদের ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার র্যাব-৫ নাটোর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। গ্রেপ্তার বাবলু ও আহসান নাটোর সদর উপজেলার কাফুরিয়ার রিফুউজিপাড়ার মো. শুকচাঁদের ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এবং র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যদের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে দুই আসামিকে ফরিদপুর সদর উপজেলার একটি বাজার থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (২০জুলাই) সকালে তাদেরকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ১২ জুলাই কলা চাষী কালামকে পিটিয়ে হত্যা হত্যা করা হয়। এ ঘটনায় ৬জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাতিজা সমজান আলী। মামলা দায়ের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যান। বাবলু ও আহসানের আগে লাভলু শেখ নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এটিভি/এস