নাটোর প্রতিনিধি, এটিভি সংবাদ
নাটোর জেলার সদর উপজেলাধীন শিব্দুরপুর গ্রামের নতুনপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম নামের ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ আগস্ট) দুপুরে নাটোর সদর উপজেলার শিব্দুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা মোহাম্মাদ মুসা জানান, বাড়িতে খেলার এক পর্যায়ে বিদ্যুতের মিটারের আরথিংয়ের তার ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয় মনিরুল। পরিবারের সদস্যরা তাকে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিশু মনিরুল ইসলাম একই গ্রামের মোহাম্মাদ মুসার ছেলে। সে শিব্দুরপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।