নারায়ণগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফকির অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিসিক শিল্পনগরীতে রপ্তানিমুখি ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।