নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করতে গেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পালটাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার প্রধান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ আরো দুজন।
এই বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন জানান, আমাদের নেতাকর্মীরা মহাসড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান নিতে চেয়েছিল। পুলিশ মহাসড়ক অবরুদ্ধের অজুহাত দিয়ে নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এছাড়া আমাদের পাঁচজন নেতাকর্মীকে আটক করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে, চলবে।
এ দিকে আটকের বিষয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, মহাসড়ক অবরুদ্ধের জন্য বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নিতে যান। পুলিশ তাদের বুঝিয়ে সরে যাওয়ার অনুরোধ করলে তারা তা না শুনে পুলিশের ওপর পিকেটিং করে। এতে আমাদের একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়া পাঁচ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।