সৈকত মনি, এটিভি সংবাদ
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কাকরাইলের নাইটিংগেল মোড়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নয়াপল্টনে নাশকতা হতে পারে, এমন গোয়েন্দা তথ্য আছে। তাই কাকরাইল থেকে ফকিরাপুলের রাস্তা বন্ধ রাখা হয়েছে। নিরাপদ মনে হলে খুলে দেয়া হবে। সমাবেশ করে বিএনপির সবাই চলে না যাওয়া পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিবে।
এ কে এম হাফিজ আক্তার বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশ করছে গোলাপবাগ মাঠে। গত কয়েকদিন কিছু ঘটনা ঘটেছে, তাই সমাবেশ ও মানুষের নিরাপত্তা দিয়ে অতি গুরুত্ব দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে।
এর কিছুক্ষণ আগে ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ কাকরাইলে এসে সাংবাদিকদের বলেছেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই।