নাজিব হাসান, এটিভি সংবাদ
রাজধানীর নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে নাশকতা নাকি নিছক দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নিউ সুপার মার্কেট পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে তিনি মিডিয়াকে এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা জানেন আমাদের মার্কেটগুলো যেভাবে তৈরি করা, এর মধ্যে ফায়ার বিগ্রেড বলেছে অনেকগুলো ঝুকিপূর্ণ মার্কেট। এ রকম বৈরী আবহাওয়ার মধ্যে যেকোনো ছোট্ট দুর্ঘটনায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটতে পারে। আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করব। এগুলো নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে।’
তিনি বলেন, ‘বিভিন্ন মার্কেটের সামনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। একইসঙ্গে মার্কেটগুলোর সামনে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা অবস্থান করবে।’