atv sangbad

Blog Post

নিকট ভবিষ্যতে ভারতে আমাদের প্রধানমন্ত্রীর সফর হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নিকট ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীর মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগদান উপলক্ষে বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রওনা হবেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত এখন নির্বাচনমুখি। আগামী এপ্রিল-মে’র দিকে তাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ভারতে নতুন সরকার গঠিত হবে। তারা নির্বাচন নিয়েই ব্যস্ত। অবশ্যই নিকট ভবিষ্যতে ভারতে আমাদের প্রধানমন্ত্রীর সফর হবে।’

রোহিঙ্গাদের কারণে নিরাপত্তা ঝুঁকি

রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া মিয়ানমারে যে চলমান সমস্যা সেটির কারণে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা বিষয়টি আসতে পারে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা বিশ্ব নেতৃবৃন্দের কাছে মিয়ানমার থেকে যারা বাস্ত্যচ্যুত হয়েছে তাদের মিয়ানমার যাতে পূর্ণ অধিকার দিয়ে ফিরিয়ে নিয়ে যায় সেই প্রসঙ্গটি উপস্থাপন করবো।’

মুহাম্মদ ইউনূস

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠানা মুহাম্মদ ইউনূসের চলমান বিচার প্রক্রিয়া নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্রমন্ত্রীকে। এ বিষয়ে তিনি বলেন, ‘এটি আপনার (সাংবাদিক) কাছে আমি প্রথম শুনলাম উনি কী মন্তব্য করেছেন। শোনা কথার ওপর মন্তব্য করা অনুচিত। আমি নিজে দেখে, পড়ে, জেনে এটি নিয়ে মন্তব্য করা উচিত। তবে এটুকু বলতে পারি, সেটি হচ্ছে মুহাম্মদ ইউনূস সাহেবের যে বিচার হচ্ছে সেটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে এবং তিনি আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আবার জামিনও পেয়েছেন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :