atv sangbad

Blog Post

নিরাপত্তাহীন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ:

কুষ্টিয়ার মিরপুরে রেললাইনে অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় পণ্যবাহী ট্রেনের ধাক্কায় সহিদুর রহমান (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদাহচর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সাহিদুর রহমান মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই)। তিনি স্থানীয় পুলিশ ক্যাম্প মাজিহাটের নেতৃত্ব দেন। তার বাড়ি নড়াইল জেলায়। তিনি মৃত আবুল হোসেন ভূইয়ার ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, সাহিদুর রহমান ও কনস্টেবল শরিফুল ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে মাঝিহাট ক্যাম্পে কর্মস্থলে ফিরছিলেন। এরপর কাটদাচর রেলক্রসিং পার হওয়ার সময় পোড়াদহ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সময় তার সাথে থাকা পুলিশ সদস্য তার মোটরসাইকেল থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ইজাবুল ইসলাম জানান, মোটরসাইকেলসহ ট্রেনের চাকায় পিষ্ট হন সহিদুর রহমান। প্রায় এক কিলোমিটার দূরে খালসা এলাকায় পৌঁছে সেখানে থামেন তিনি। তিনি আরও বলেন, কাটদহচর রেলক্রসিং অনিরাপদ। এরই মধ্যে ক্রসিং পার হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

জিআরপি পোড়াদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ মৃধা জানান, লাশ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লেভেল ক্রসিং নিরাপদ নয় বলে তিনি স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :