নেত্রকোনা থেকে মোস্তাফিজুর রহমান, এটিভি সংবাদ
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। সোমবার (৮ আগস্ট) সকালে শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। পরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার আকবার আলী মুনশী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্যানেল মেয়র এস এম মহসীন আলম, সদর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান মানিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতারা।