atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > নড়াইলে হারভেস্টার মেশিনে বিনামূল্যে ধান কেটে দিচ্ছেন যুবলীগ নেতা

নড়াইলে হারভেস্টার মেশিনে বিনামূল্যে ধান কেটে দিচ্ছেন যুবলীগ নেতা

এস এম আলমগীর কবির (নড়াইল), এটিভি সংবাদ 

হারভেস্টার মেশিনে বিনামূল্যে গরিব কৃষকদের বোরো ধান কেটে দিলেন নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী এলাকায় ইছামতি বিলে কৃষকদের ধান কেটে দেয়া হয়, এতে ভীষণ খুশি এলাকার কৃষকেরা।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিনা মরফিদুল হাসান শিল্পীসহ দলীয় নেতাকর্মী ও এলাকার কৃষকেরা। নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জানান, করোনা সংকটে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে গরিব কৃষক ও বর্ষাচাষিদের বোরো ধান বিনামূল্যে কেটে দেয়ার ব্যবস্থা করেছেন।

এছাড়া সামর্থ্যবান কৃষকদের ধান ন্যায্যমূল্যে কেটে দেয়া হচ্ছে। কৃষকদের ধান ঘরে উঠা পর্যন্ত এ কার্যক্রম
অব্যাহত থাকবে। ২০২০ সালেও করোনা সংকটে হারভেস্টার মেশিন দিয়ে বিনামূল্যে কৃষকদের বোরো ধান কেটে দেন যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, এ বছর জেলায় ৪৮ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরা ধান চাষাবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৬ হাজার ৬১০ মেট্রিক টন চাল। নড়াইলে এখন পুরোদমে বোরো ধানকাটা চলছে, ভালোও ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে
কৃষকেরা সহজে ঘরে ধান তুলতে পারবেন।

করোনাভাইরাসের কঠিন সময়ে হারভেস্টার মেশিন দিয়ে অতি সহজে কৃষকেরা ধান কাটতে পারছেন। এ মেশিন একই সঙ্গে ধানকাটা, ঝাড়া ও প্যাকেজিংয়ের কাজ সম্পন্ন করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :