https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট – atv sangbad
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

রিপোর্টার নাম / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৫:২৪ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ

নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। এই পদত্যাগপত্রে তারিখ উল্লেখ করা হয়েছে ১৩ জুলাই, বুধবার। অবশ্য তিনি সোমবারই এতে স্বাক্ষর করেছেন। স্বাক্ষর করা পদত্যাগপত্র সরকারের সিনিয়র এক কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনিই তা তুলে দেবেন স্পিকারের হাতে।

আগামীকাল বুধবার গোটাবাইয়ার প্রেসিডেন্সির ইতি ঘোষণা করবেন স্পিকার মাহিন্দ ইয়াপা আবেওয়ার্ডেনে। ওদিকে পালিয়ে অন্য দেশে চলে যাওয়ার খবরকে বানচাল করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, তিনি সমুদ্রে একটি নৌযানে অবস্থান করছিলেন। সেখান থেকে দেশে ফেরত এসেছেন। তার নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর।

স্পিকারকে এরই মধ্যে ওই পদত্যাগপত্রের বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি আগামীকাল পার্লামেন্টে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। ওদিকে সোমবার পুরো শ্রীলঙ্কা এবং বিদেশে খবর রটে যায় যে, ওইদিন বিকেলেই তিনি দেশ ছেড়েছেন। পরে প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সিনিয়র সূত্রগুলো এ খবর প্রত্যাখ্যান করেন। তারা জানান প্রেসিডেন্ট দেশেই আছেন। তাকে সুরক্ষা দিচ্ছে সেনাবাহিনী।

এর আগে ৯ই জুলাই জনরোষ যখন তার বাসভবনের বাইরে ফেটে পড়ছিল, তখন তিনি সেখান থেকে পালান। তবে সরকারি ভাষ্যে বলা হয়েছে, তাকে নিরাপত্তা রক্ষাকারীরা সরিয়ে নিয়েছে। তারপর থেকে নৌবাহিনীর একটি নৌযানে করে নিরাপত্তার কারণে দেশের সমুদ্রসীমার মধ্যে অবস্থান করছিলেন। সোমবার পরের এক রিপোর্টে বলা হয়, তিনি স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় দেশে ফিরে তিন বাহিনীর কমান্ডারদের সঙ্গে বেঠক করেছেন। তবে দেশের ভিতর তিনি বর্তমানে কোথায় আছেন, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।

ওদিকে অল সিলন বেকারি ওনার্স এসোসিয়েশন বলেছে, ৪৫০ গ্রাম ওজনের রুটির দাম আজ মঙ্গলবার রাত থেকে বাড়ানো হয়েছে ২০ রুপি। অন্যান্য বেকারি সামগ্রীর দাম বাড়ানো হয়েছে ১০ রুপি। এই সংগঠনের প্রেসিডেন্ট এন.কে জয়াবর্ধনে বলেছেন, সোমবার থেকে এক কিলোগ্রাম আটার দাম বৃদ্ধি পেয়েছে ৩২ রুপি। এর প্রেক্ষিতে তাদেরকে দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে হয়েছে। স্থানীয় বাজারে এর আগে এক কিলোগ্রাম আটার মূল্য ছিল ৮৪.৫০ রুপি। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩০০ রুপিরও বেশি দামে। অর্থাৎ আটার দাম বৃদ্ধি পেয়েছে শতকরা প্রায় ৪০০ ভাগ হারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ