https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করলেন ইমানুয়েল ম্যাক্রোঁ পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করলেন ইমানুয়েল ম্যাক্রোঁ – atv sangbad
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করলেন ইমানুয়েল ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ / ৪৪ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১:৪৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ 

পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট পদে বহাল থাকার ঘোষণা দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতির উদ্দেশে টেলিভিশেনে দেয়া ১০ মিনিটের ভাষণে তিনি এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পদত্যাগ করার পর ফ্রান্সের রাজধানী প্যারিসে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ভাষণ শেষে বিদায়ী প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সঙ্গে বৈঠকের একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন ম্যাক্রোঁ। সেখানে তিনি নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করার জন্য বার্নিয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ তার নিজের পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে জানান, তাকে ৫ বছরের জন্য যে ম্যান্ডেট দেয়া হয়েছে, তা শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকবেন। ২০২৭ সালের মে মাস পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ আছে বলেও নিশ্চিত করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ভাষণে কয়েক দিনের মধ্যে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার অঙ্গীকার করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানান, কারণ এ পদের শূন্যতার জন্য ফ্রান্স রাজনৈতিকভাবে অচল হয়ে থাকতে পারে না।

এর আগে, গত বুধবার (৪ ডিসেম্বর) অনাস্থা ভোটে হেরে যাওয়ায় পদত্যাগ করতে বাধ্য হন ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিলেন বার্নিয়ে। এর জেরে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অচলাবস্থা চলছিল। একপর্যায়ে বিরোধীদলীয় আইনপ্রণেতারা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ