কক্সবাজার প্রতিনিধি, এটিভি সংবাদ
কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে দুই লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৭ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণ দিকে গফুরের প্রজেক্ট নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়া বিওপি হতে দুইটি চোরাচালান প্রতিরোধ টহল দল ওই এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে অবস্থান নেয়।
রাত সোয়া ৩টার দিকে টহল দল পাঁচজন ব্যক্তিকে চারটি কালো পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে সীমান্তের শূন্য লাইন হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখেন বিজিবি সদস্যরা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কৌশলে অবস্থানে থাকা বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত দৌড়ে নাফ নদীর পার্শ্বের কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া পলিথিনের ব্যাগ তল্লাশি করে ওই ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
এটিভি/এস